প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। জোনাথন ডেভিডের শুরুর দিকের গোলে স্বাগতিক লিলকে এগিয়ে দেয়। তবে এমরে কান ও ম্যাক্সিমিলিয়ান বেইয়ারের দ্বিতীয়ার্ধের গোল ডর্টমুন্ডকে শেষ ষোলোর বাধা পার করে দেয়।
১৯৯৭ সালের শিরোপা জয়ী ডর্টমুন্ড গতবছর রানার্সআপ হয়েছিল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।
অ্যাস্টন ভিলা ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ক্লাব ব্রুগের বিপক্ষে। প্রথম লেগে তারা ৩-১ গোলে জিতেছিল। বুধবার দ্বিতীয় লেগে ১৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া ব্রুগকে ইংলিশ ক্লাব তিন গোলই দিয়েছে দ্বিতীয়ার্ধে। মার্কো আসেনসিও করেন জোড়া গোল। মাঝে ইয়ান মাতসেন দেখা পান গোলের। দুই লেগে ৬-৩ গোলের অগ্রগামিতায় সেরা আটে ভিলা।
চার দশকেরও বেশি সময় পর ইউরোপিয়ান প্রতিযোগিতার মঞ্চে ফেরা ভিলা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দারুণ ফর্মে থাকা পিএসজির বিপক্ষে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.