ড্রেনেজ কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাসিক প্রতিবেদকমহানগরীর ২১ নং ওয়ার্ডের বাস স্ট্যান্ড এলাকার ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার দুপুরে এ কাজ পরিদর্শনে যান মেয়র। নির্মাণ করা ড্রেনের উপর হাতুরি এবং হাম্বল মেরে কাজের মান দেখেন মেয়র।

জানা গেছে, মহানগরী শহীদ এএইচএম কামারুজ্জামান বাস স্ট্যান্ড ও শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় ড্রেন নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আজ মঙ্গলবার দুপুরে ড্রেনেজ কাজ পরিদর্শন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে মেয়র নির্মাণ করা ড্রেনের উপর হাতুরি এবং হাম্বল মেরে কাজের মান দেখেন। এছাড়া কাজের গুনগত মান ও অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্বাস আলী, আওয়ামী লীগ নেতা আনাল পারভেজ লুলু, কবির হোসেন, মাসুদ রানা প্রমুখ। #( প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.