ডোমারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহোৎসব অনুষ্ঠান ও আলোচনা সভা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী (আবির্ভাব তিথি) উপলক্ষ্যে মহোৎসব অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ সেপ্টেম্বর) সকালে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বেট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎযাপন কমিটির আহবায়ক বাবু রাম নিবাস আগরওয়ালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-০১, ডোমার-ডিমলা আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ), উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, বাংলাদেশ পুজা উৎযাপন কমিটির সভাপতি বাবু গনেশ কুমার আগরওয়ালা, বাবু নিখিল চন্দ্র সাহা, বাবু শেখর চন্দ্র সাহা, ময়নুল হক, উজ্জ্বল কানজিলাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের ডোমার উপজেলা কমিটি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.