ডোনাল্ড ট্রাম্পের দাবি: ইসরায়েলকে ঘৃণা করেন কমলা হ্যারিস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কমলা হ্যারিসের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলকে ঘৃণা করেন কমলা এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে এর জন্য দায়ী বর্তমান এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার (২৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিজের সোশ্যাল প্লাটফর্ম ট্রুথে গত রাতে এমন অভিযোগ করেছেন ট্রাম্প। ট্রুথে এক পোস্টে তিনি লিখেছেন, তিনি ইসরায়েলকে ঘৃণা করেন… কংগ্রেসে নেতানিয়াহুর সেশনের সময় তাকে (কমলা হ্যারিস) দেখতেও পাওয়া যায়নি।
এই পোস্টের পর ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প লিখেছেন, ৭ অক্টোবর হামলার জন্য দায়ী তিনি। ইরান ভঙ্গুর… হিজবুল্লাহকে দেওয়ার মতো তাদের অর্থ নেই।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্পে নিজেকে ইসরায়েলপন্থী প্রার্থী হিসেবে জাহির করছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করছেন, তিনি ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট এবং কোনো ইহুদি যদি ডেমোক্রেটদের ভোট দেয় তার মানে তারা তাদের ধর্মকে ঘৃণা করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.