বিটিসি স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ কাপে সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনকে ভয় ধরিয়ে দিয়েছিল দ্বিতীয় স্তরের দল ডাঙ্কুরকে। প্রথম আধা ঘণ্টায় পিএসজি দুই গোলে পিছিয়ে পড়েও উসমানে ডেম্বেলের দুই গোলে ঘুরে দাঁড়ায়। টানা দ্বিতীয়বার ফরাসি কাপের ফাইনালে উঠল লুইস এনরিকের দল।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালের লড়াইয়ে সাত মিনিটের সময় ভিনসেন্ট স্যাসো ও ২৭ মিনিটে ইয়াহিয়া সাঈদ আল সাঈদের গোলে পিছিয়ে পড়ে তারা। ৪৫ ও ৯৩ মিনিটে দুই গোল করেন ডেম্বেলে। মাঝে বাকি দুটি গোল আসে অধিনায়ক মার্কিনহোস ও ডিজায়ার ডুয়ের থেকে।
ম্যাচের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘অদ্ভূত একটি ম্যাচ হল। তারা দুবার মিডফিল্ড অতিক্রম করে দুটি গোল দিয়েছিল। বিষয়টি মোটেও আমাদের কাছে ভালো লাগেনি, তবে আমরা মেনে নিয়েছিলাম। তারা বেশ ভালোভাবে রক্ষণ সামলেছিল এবং সেটির কৃতিত্ব তাদের দিতে হবে।’
‘আমার মনে হয়েছে ম্যাচটি ছিল আমাদের জন্য সত্যিকারের পরীক্ষা। আমরা আত্মবিশ্বাসী দল, বর্তমানে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দুই গোলে পিছিয়ে পড়াকে আমরা বিশ্বাস করতে পারিনি। আমাদের যে দল, তাতে যেকোনো কিছু হজম করতে পারব। এই তরুণ দলের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করার ক্ষমতা আছে।’
প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন পিএসজির সামনে রেকর্ডটা আরও সমৃদ্ধ করার হাতছানি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.