ডেনমার্কে শপিং মলে গুলিতে ৩ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের কোপেনহেগেনের একটি শপিং মলে এক বন্দুকধারীর আকস্মিক গুলিতে তিনজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই গুরুত্বর অবস্থায় রয়েছেন।
রবিবার (৩ জুলাই) বিকেলে কোপেনহেগেন বিমানবন্দরের মধ্যে অবস্থিত বৃহৎ ফিল্ডস শপিং মলে এই দুর্ঘটনা ঘটে।
ডেনিশ পুলিশ জানিয়েছে, তারা ২২ বছর বয়সী ডেন নামে একজন সন্দেহভাজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।
কোপেনহেগেনের পুলিশ প্রধান সোরেন থমাসেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, “এই ঘটনায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।” 
এটি সন্ত্রাসবাদের উদ্দেশে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। তবে এখনও ঠিক মোট কত জন আহত কিংবা নিহত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।
আশপাশের সব রাস্তা ও মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সব ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যম ঘটনার ছবি চিত্র প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্মকর্তারা ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সেইসঙ্গে মল থেকে লোকজন বেরিয়ে আসছেন। (সূত্র: এনডিটিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.