ডেনমার্কে ঢুকে পড়েছিল রাশিয়ার যুদ্ধ জাহাজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কডেনমার্কের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজ দুইবার জলসীমা ভঙ্গ করে ডেনমার্কের বাল্টিক সাগরের বোরনোহোম দ্বীপের ভেতর প্রবেশ করেছিল।
ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী জেপে কোফোড এর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি গ্রহণযোগ্য নয়।
এদিকে যেখানে রুশ যুদ্ধজাহাজ জলসীমা ভঙ্গ করে ঢুকে পড়েছিল সেখানে সিনিয়র সংসদ সদস্য ও ব্যবসায়ীদের নিয়ে একটি গণতান্ত্রিক উৎসব পালন করছিল ডেনমার্ক।
পররাষ্ট্রমন্ত্রী জেপে কোফোড টুইটে রাশিয়ার সমালোচনা করে লিখেছেন, দায়িত্বজ্ঞানহীন, হীন এবং পুরোপুরি অগ্রহণযোগ্য উস্কানি গণতান্ত্রিক উৎসবের মধ্যে।
তিনি আরও লিখেছেন, ডেনমার্কের বিরুদ্ধে বুলিং (হুমকি-ধামকি) কাজ করে না।
এদিকে এ ঘটনার পর ডেনমার্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। তার কাছে এ ঘটনার সুস্পষ্ট ব্যখ্যা চাইবে দেশটি।
তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
ইউক্রেনে রাশিয়া হামলা করার পর তাদের বিরুদ্ধে এক হয়েছে ন্যাটোভুক্ত সব দেশ। ন্যাটোর সদস্য হিসেবে ডেনমার্কও রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.