ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অতিরিক্ত মহা-পরিদর্শক (আইজিপি)’র স্ত্রীর মৃত্যু

ঢাকা প্রতিনিধি:  ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (আইজিপি) শাহাব উদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি…………….. রাজিউন)।  আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

জ্বরে আক্রান্ত হলে গত ৩০ জুলাই সৈয়দা আক্তারকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সেখান থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

সৈয়দা আক্তারের তিন ছেলে ও এক মেয়ে। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি পুলিশ লাইন্সে পুলিশ অফিসার্স কোয়াটারের মেঘনা ভবনে থাকতেন।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে কোহিনুর আক্তার নামে এক পুলিশ কর্মকর্তা মারা যান। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.