ডেঙ্গির ভয়াবহতা রাজ্যজুড়ে

কলকাতা (ভারত) প্রতিনিধি: কিছুতেই লাগাম দেওয়া যাচ্ছ না ডেঙ্গির আক্রান্তে। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৩৮ হাজার মানুষ আক্রান্ত। বেসরকারীভাবে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিনের মধ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্য বাড়তে পারে।
এদিকে রাজ্য প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করলেও আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে।
এবার ডেঙ্গি মোকাবিলায় স্থানীয় ক্লাবগুলোর সাথে পুলিশ প্রশাসনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশাসনের তরফ থেকে রাজ্যবাসীদের সতর্ক করে বলা হয়েছে বিন্দুমাত্র জ্বর ইত্যাদির লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রশাসন দফায় দফায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নিয়ে বৈঠকে বসছে। আপতকালিন পর্যায়ের কথা মাথায় রেখে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী উৎসবের দিনগুলোতেও সমস্ত সরাকারি স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে।
কলকাতা সহ সাতটি জেলায় ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি জেলবন্দি কয়েদিদের দ্বারা তৈরি ভেষজ ধূপকাঠি মশা নিবারণের ভাল কাজ করছে বলে জানা গেছে।
আগামীদিনে সরকার এই কাজকে সুদুরপ্রসারি করতে উদ্যোগ নিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.