ডি-লিট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন

 

খুলনা ব্যুরো : গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন এ উপলক্ষে ঐ বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা খুবই তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বলিষ্ঠ ভূমিকা পালন করে তিনি এখন বিশ্বনেতৃত্বের অগ্রণী সারিতে অবস্থান করে নিয়েছেন। বিগত কয়েক বছরে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন এ্যাওয়ার্ড, পুরস্কার ও ডিগ্রি লাভ করেছেন। এর ফলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি ডি-লিট ডিগ্রি দেওয়ায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.