ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল : ইসি

ঢাকা প্রতিনিধি: আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভেতরে ও বাইরে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.