ডিমলায় এক শিক্ষার্থীর করোনা ভাইরাস পজেটিভ, ১৪ বাড়ি লকডাউন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ঢাকা ফেরত রানা (১৭) নামে ১ শিক্ষার্থীর করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় ১৪ বাড়ি লকডাউন ও তাকে আইসোলেশনে নেয়া হয়েছে।
জানাগেছে, গতকাল শনিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী করোনা ভাইরাস পজেটিভের রির্পোট হাতে পায় স্বাস্থ্য বিভাগ। উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা (মুকুলের ডাঙ্গা) গ্রাম নামক এলাকার বাসিন্দার ওই শিক্ষার্থী।
এবারে সে এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকা গাজিপুরে গিয়ে একটি বাড়িতে কেয়ারটেকার কাজ নিয়ে সেখানে অবস্থান করেন। গত ৬ এপ্রিল সে গাজিপুর থেকে নিজ এলাকায় ফিরে এসে করোনার উপসর্গের কবলে পড়ে। ওই শিক্ষার্থীর রির্পোটে করোনা পজেটিভ পাওয়া যায়।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন,বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে জানানো হলে এ্যাম্বুলেন্সে ওই যুবককে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়।
বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় ওই এলাকার ১৪ টি বাড়ি লকডাউন করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.