ডিমলায় সড়ক বন্ধ করে ট্রাকে নির্বাচনী মিছিল, স্বতন্ত্র প্রার্থী জনিকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সড়ক বন্ধ করে ট্রাক নিয়ে নির্বাচনী মিছিল করায় স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাবুরহাট এলাকায় এই জরিমানা করা হয়। স্বতন্ত্র প্রার্থী জনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।
ডিমলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার।
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী উপজেলা সদরের বাবুরহাট প্রধান সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী প্রচার চালান। তাঁর কর্মীরা ১২টি ট্রাকে উঠে মিছিল করছিলেন। এতে সড়কে যানবাহন ও জনসাধারণ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার ফারজানা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.