ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ২৯ মে বৃহস্পতিবার সকাল ১০টার সময় নীলফামারীর ডিমলা উপজেলা ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, প্রতিবন্দি, দরিদ্র অসহায়, ছিন্নমূল, ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৫০০৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমের শুরুতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক চৌধুরী উপকারভোগীদের উদ্দেশে বলেন, “সরকার যে মানবিক সহায়তা আপনাদের হাতে তুলে দিচ্ছে, তা যেন সঠিকভাবে আপনাদের কল্যাণে ব্যবহৃত হয়—এটি আমাদের সকলের দায়িত্ব। সামনে ঈদুল আযহা ও তিস্তা ব্যারেজ এলাকায় জনসমাগম বাড়ে, যেখানে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই সবাই যেন সচেতন থাকেন, নিরাপদ থাকেন—এটাই আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন যে, প্রতিটি পরিবার সঠিকভাবে যাচাই বাছাই করে যারা পাওয়ার উপযোগী শুধু মাত্র তাদেরকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম সহ সকল ইউপি সদস্য মহিলা সদস্য, গ্রাম পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটেনি, সুন্দর সুষ্ঠ স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে সকলের সহযোগীতায় বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.