ডিমলায় তিস্তার পানি ৫১.৮৫ সেন্টিমিটার বৃদ্ধি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের সিকিমের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৫১.৮৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়।
পানি বৃদ্ধি পেয়ে কিছু এলাকা প্লাবিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকা উপজেলার খগা খড়িবাড়ী, খালিশা চাপানীর বাইশপুকুর, টেপা খড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী, পূর্ব ছাতনাই ইউনিয়নসহ বেশকিছু এলাকায়। নদীর আশপাশের পরিবারগুলো পানি বন্দি সহ কৃষিক্ষেত তলিয়ে রয়েছে পানির নিচে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ৫১.৮৫ সে.মি। যা বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে ডালিয়া পাউবো। পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বিটিসি নিউজকে বলেন, গত কয়েক দিনের ভারি বর্ষণে বন্যা দেখা দেওয়ার কারণে এলাকার পূর্বখড়িবাড়ী ও চরখড়িবাড়ী এলাকার একটি বালির বাঁধ ভেঙে গেছে, যা স্থানীয়ভাবে আমরা মেরামতের উদ্যোগ নিয়েছি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বিটিসি নিউজকে বলেন, তিস্তা নদীর পানি সোমবার রাত থেকে বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি বলে তিনি জানান।
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় সার্বক্ষণিক এলাকার খোঁজখবর নিচ্ছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.