ডিজে গানের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ পুণ্যার্থী নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের পশ্চিমবঙ্গে ধরলা নদীর সেতু পার হওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ পুণ্যার্থী নিহত হয়েছেন। তাঁরা জলপাইগুড়ির ঐতিহাসিক জল্পেশ শিবমন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন।
গতকাল রোববার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। আহত ১৬ জনকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ পুণ্যার্থী শিবের মাথায় জল ঢালতে একটি পিকআপ ভ্যানে রওনা হয়েছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পিকআপ ভ্যানটি সাজিয়ে গাড়িতে শিবের গান শোনার জন্য ডিজে নিয়ে রওনা হয়েছিলেন তাঁরা। পুণ্যার্থীরা পিকআপ ভ্যানে শিবের নামে ধ্বনিও দিচ্ছিলেন। সেতু পার হওয়ার পর হঠাৎ থেমে যায় ডিজে। পুণ্যার্থীরা অজ্ঞান হয়ে পড়েন।
পুলিশ বলছে, গাড়িতে রাখা জেনারেটর থেকে শর্টসার্কিট হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িতে রাখা জেনারেটর দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। শর্টসার্কিটের কারণে বিদ্যুতায়িত হয়ে ওই ১০ পুণ্যার্থী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.