ডিএমপির ডিবি-প্রধান হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হারুন অর-রশীদ

বিশেষ প্রতিনিধি: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি-ডিবি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি একেএম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হলেন।
আজ বুধবার (১৩ জুলাই, ২০২২ ইং) তারিখ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
এর আগে তিনি যুগ্ম-পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুন অর রশীদসহ ৩২ জন পুলিশ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
হারুন অর রশদি এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেন। গাজীপুর ও নারায়ণগঞ্জে এসপি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
হারুন অর রশীদের জন্ম কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও এমএসএস ডিগ্রী অর্জন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.