ডা. দেবী শেঠীকে তিন মাসে একদিন হলেও রাজশাহীতে আনার চেষ্টা করবো : মেয়র লিটন

 

:লীগ প্রতিবেদকরাজশাহী তথা উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার জন্য প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ভারতের নারায়ণা ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়িন্সেস এর চিকিৎসক দেবী শেঠীকে তিন মাস পরপর একদিন হলেও রাজশাহীতে আনার চেষ্টার করার কথা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষীপুরে ‘নারায়ণা ই-হেলথ সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা অনেক দূর এগিয়েছি। তার একটি উদাহরণ হলো এই ই-হেলথ সেন্টার উদ্বোধন।
মেয়র আরো বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি। এখন আমার শিল্পায়ন করার পরিকল্পনা আছে। তবে আমরা চিকিৎসা ও সেবা দিয়ে রাজশাহীকে বাঁচিয়ে রাখতে চাই।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডা. দেবাশীষ রায়, এ্যাড আরমান আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলমগীর প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, এই ‘নারায়ণা ই-হেলথ সেন্টার’ থেকে ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে ভারতের বিখ্যাত ডা. দেবী শেঠীর রোগীরা রাজশাহী থেকেই পরবর্তী চিকিৎসা-পরামর্শ সেবা নিতে পারবেন।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.