ডায়াবেটিক প্রতিরোধে উদ্যোগী হতে হবে : ডেপুটি স্পিকার

পাবনা প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডায়াবেটিক রোগে একবার আক্রান্ত হলে আজীবন চিকিৎসা নিতে হয়। ডায়াবেটিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে হাসপাতালের প্রয়োজনীয়তা কমবে। জনগণের উচিত নিয়মিত ব্যয়াম, কায়িক শ্রম ও খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।
বুধবার (৩০ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনা, বেড়া ডায়াবেটিক হাসপাতালের ৮তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি দুস্থদের চিকিৎসায় হাসপাতাল নির্মাণ এবং তাদের কল্যাণে বিভিন্ন ধরনের ভাতা দিয়ে যাচ্ছেন।’ এ সময় মো. শামসুল হক টুকু হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আমজাদ হোসেন, বেড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.