ডায়ানার বিয়ের পোশাকের প্রদর্শনী

(ডায়ানার বিয়ের পোশাকের প্রদর্শনী–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের আলোচিত বিয়েগুলোর একটি প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়ে। ১৯৮১ সালের সেই বিয়েতে নজরকাড়া সাদা রঙের গাউন পরেছিলেন ডায়ানা যা নিয়ে ব্রিটিশদের আগ্রহ অনেক বেশি।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (০৩ জুন) ৪০ বছর আগের ওই বিয়ের পোশাক ডায়ানার কেনসিংটনের প্রাসাদে প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে, যা আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রদর্শনীতে ডায়ানা, রানি এলিজাবেথ, প্রিন্সেস মার্গারেট ও কুইন মাদারের পোশাক ডিজাইনারদের কাজ নিয়েও আলোচনা হবে। আলোচনা হবে প্রিন্সেস ডায়ানার নিজস্ব স্টাইল, জীবনধারা।
দুষ্প্রাপ্য লেস, মুক্তা ও হাজারো চুমকি বসানো ডায়ানার বিয়ের পোশাকের পেছনের অংশটি ছিল ব্রিটিশ রাজবধূদের বিয়ের পোশাকের মধ্যে সবচেয়ে লম্বা। পোশাকটির পেছনের অংশ ছিল ২৫ ফুট লম্বা। ডায়ানা পরার আগে তার বিয়ের পোশাকটি আর কাউকে দেখানো হয়নি।
১৯৯৭ সালে ফ্রান্সে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ডায়ানা। বেঁচে থাকলে আগামী ১ জুলাই তার বয়স হতো ৬০ বছর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.