BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা

ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: এ বছরের ১৮ জানুয়ারির ঘটনা। নেদারল্যান্ডসের এরডিভিসিতে ফুটবল ম্যাচে মুখোমুখি ফেইনুর্ড ও স্পার্টা রটারডাম। রটারডামের স্টাডিয়ন ফেইনুর্ড সেদিন বিরল এক ঘটনারই সাক্ষী হলো।

সেদিন ডাগআউট ও মাঠ মিলিয়ে পাওয়া গেল দুই জোড়া বাবা-ছেলেকে। স্পার্টার কোচ মরিস স্টেইন ছিলেন ডাগআউটে, তাঁর ছেলে সেম স্টেইন মাঠে।

অন্য বাবা-ছেলের জুটি ফেইনুর্ডের কোচ সাবেক ডাচ তারকা রবিন ফন পার্সি ও তাঁর ছেলে শাকিল ফন পার্সি। দুই কোচের ছেলেই অবশ্য খেলেছেন ফেইনুর্ডের হয়ে।

বদলি হিসেবে নেমে রবিন ফন পার্সির ছেলে শাকিল বাইসাইকেল কিকে দারুণ এক গোলও করেন ম্যাচে।

ম্যাচটি অবশ্য ৪-৩ গোলে জেতে মরিস স্টেইনের দল স্পার্টা।

রটারডাম ডার্বিতে স্পার্টা ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর শাকিলের ৮৭ ও ৮৮ মিনিটের ২ গোলে সমতায় ফিরিয়েছিল ফেইনুর্ড। যোগ করা সময়ে জশুয়া কিটোলানের করা গোলে জিতে যায় স্পার্টা।

শীর্ষ স্তরের ফুটবলে একই ম্যাচে কোচ ও খেলোয়াড় হিসেবে দুই জোড়া বাবা-ছেলেকে দেখার অন্য ঘটনাটি ইংলিশ প্রিমিয়ার লিগের। ১৯৯২ সালের ২৮ আগস্ট নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ছেলে ড্যারেন ফার্গুসনও খেলছেন বাবার দলেই।

প্রতিপক্ষ ফরেস্টের ডাগআউটে ছিলেন ব্রায়ান ক্লফ, তাঁর ছেলে নাইজেল ছিলেন মাঠে। ম্যাচটি ২-০ গোলে জেতে ইউনাইটেড।

প্রিমিয়ার লিগ চালুর পর সেই মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ফার্গুসনদের ইউনাইটেড। ক্লফদের ফরেস্ট ২২ দলের লিগে ২২তম হয়ে নেমে যায় দ্বিতীয় স্তরে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোটারদের গণভোটে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করবে : জনপ্রশাসন সচিব বিরুলিয়ায় ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার চোট সামলে পাঁচ সেটের থ্রিলার জিতে ফাইনালে আলকারাজ ফের সাবালেঙ্কা-রিবাকিনা ফাইনাল গোদাগাড়ীতে টমেটো চাষে বিপ্লব: ব্যবসা হয় ১ হাজার ৮০০ কোটি টাকার নবীগঞ্জে তোলার গোডাউনে অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা এমন বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে প্রত্যেকে মর্যাদা নিয়ে বাঁচতে পারে : তারেক রহমান তুষার গলাতে ‘হট টাব’ নামাল নিউইয়র্ক