ডাকাতির প্রস্তুতিকালে টিপ ছোরাসহ গ্রেপ্তার-৪

চট্টগ্রাম প্রতিনিধি: ট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে টিপ ছোরাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ মে) রাতে এস.আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন প্রকাশ মাইকেল (৩৭), মো.তুষার (১৯) ও মো. রুবেল (২২)।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো.মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে টিপছোরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.