ঠান্ডায় কাবু উত্তরের জনপদ, দেখা নেই সূর্যের

লালমনিরহাট প্রতিনিধি: কনকনে ঠান্ডা, হিমেল বাতাস, ঘন কুয়াশা, দেখা নেই সূর্যের। সব মিলিয়ে লালমনিরহাটের জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিস বলছে, আকাশে মেঘ থাকায় এই পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজ করতে পারে। তবে একটা বৃষ্টি হলে পরিবেশ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাচদিন ধরে দেখা নেই সূর্যের। বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।
সরেজমিনে দেখা গেছে, তীব্র শীতে জবুথবু অবস্থা জেলার মানুষের। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছে। যারা দিন এনে দিন খায় হাড় কাঁপানো ঠান্ডায় তাদের অনেকেই কাজে বের হতে পারছে না। যারা কাজে নেমেছেন তাদের পড়তে হচ্ছে দুর্ভোগে। কনকনে ঠান্ডার সাথে যোগ হওয়া হিমেল বাতাস এ ভোগান্তি আরও বাড়িয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে গত চারদিন ধরে দেখা মিলছে না সূর্যের। ফলে শীত নিবারণের উপায় হিসেবে খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতার চেষ্টা চলছে ছিন্নমূল মানুষদের।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাট ও এর আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সহসা এ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম। দশ ডিগ্রি থেকে বার ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আগামী কয়েকদিন তাপমাত্রা বিরাজ করতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.