ঠাকুরগাঁয়ে হঠাৎ শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলা বৃষ্টি হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) আনুমানিক বিকাল পাঁচটা থেকে সদর উপজেলার রুহিয়া, রাজাগাঁও সেনুয়া বড়গাঁওসহ বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি শুরু হয়।
 জানা গেছে দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছপালার মুকুলের ব্যপক ক্ষতি হয়েছে।
এ ছাড়াও আলু, গম, ভুট্টা, পিয়াজ, সরিষা সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। চলমান শিলা বৃষ্টি ও দমকা হওয়ার কবলে ব্যহত হয়েছে স্বাভাবিক চলাফেরা।
ঠাকুরগাঁও সদরের রুহিয়া, ভুল্লি, ঢোলারহাটসহ বেশ কয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হাওয়া শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় জুড়ে শিলা বৃষ্টিপাত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা।
রুহিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার বিটিসি নিউজকে জানান, মাঠ পর্যায়ে জরিপ করে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করে কৃষকদের তালিকা প্রস্তুত করে কৃষি অফিসে প্রেরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.