ঠাকুরগাঁও রাণীশংকৈলে নৌকা প্রতীকে সইদুল হকের বর্ধিত সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা আ’লীগের আয়োজনে গতকাল ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আ’লীগ অফিসের চত্ত¦রে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আ’লীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা চেয়ারম্যান ও আ’লীগের সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক আহসানুল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুল, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক ও ঠাকুরগাঁও আ’লীগ প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সম্পাদক মন্ডলী এবং ইউনিয়নের তৃণমূল পর্যায়ের সকল আওয়ামী নেতৃবৃন্দ। বক্তারা এসময় উপজেলা চেয়ারম্যানের নৌকা প্রতিকে ভোট দেওয়ার জোড় আহ্বান জানান এবং সেই সাথে ভাইস চেয়ারম্যানে ও মহিলা ভাইসচেয়ারম্যান পদের প্রার্থীদেরকে এক হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য- উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটি উন্মুক্ত রয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.