ঠাকুরগাঁও জেলার হত্যাকান্ড : রাবিস্থ জেলা সমিতির মানববন্ধন

রাবি প্রতিনিধি: সম্প্রতি ঘটে যাওয়া ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বিজিবি কর্তৃক সাধারন জনগনের উপর নির্বিচারে হত্যাকান্ডের বিচার এর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত ঠাকুরগাঁও জেলা সমিতির শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন করেছে ।

আজ রবিবার সকাল ১২ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার এর সামনে পাচ দফা দাবিতে অংশগ্রহন করে জেলার বিভন্ন বিভাগের শিক্ষার্থীরা ।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা তাদের ৫দফা দাবি জানায় তাদের দাবি গুলো হল – নিরাপত্তা এবং বিপদগামী বিজিবি সদস্যদের দৃষ্টান্ত শাস্তির দাবি, নিহতদের ক্ষতিপূরন এবং যারা আহত হয়েছে তাদের চিকত্সা সেবা নিশ্চিত করা,
সীমান্তবর্তী এলাকায় সকল প্রকার মাদক চোরাচালান বন্ধের দাবি, সীমান্তবর্তী এলাকার জনগনের সাথে বিজিবি’র সহাবস্থান নিশ্চিতকরণ, বিজিবি কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার।

মানববন্ধনে রাবিস্থ ঠাকুরগাঁও জেলা সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, ‘সামন্য একটি গরুর জন্য তিনটি প্রাণ বিজিবি গুলি করে হত্যা করতে পারে না। বিজিবি সীমান্ত রক্ষার কাজ বাদ দিয়ে সাধারণ জনগনের ওপর হত্যাযজ্ঞ চালাবে এটা আমরা কখনোই মেনে নিবো না। আবার যারা হত্যাকান্ড চালিয়েছে তারাই আবার সাধারণ জনগনের বিরুদ্ধে মামলা করেছে। এটা কোনো ধরণের অবিচার? আবার জনগন মামলা করতে গেলেও স্থানীয় প্রশাসন বিভিন্ন ধরণের গড়িমসি করছেন। তাই আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’

এ সময় ঠাকুরগাঁঁও জেলা সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁওয়ে হত্যা কান্ডের সাথে বিজিবি’র সদস্যরা সরাসরি জড়িত। এমনকি তারা নিজেরাই চোরাচালানে বিভিন্নভাবে সহযোগিতা করে সাধারণ জনগনের ওপর নির্যাতন চালায়। সীমান্তবর্তী ওই এলাকায় বিজিবির গুলোতে যারা নিহত হয়েছে তারা কেউ চোরাচালানের সাথে জড়িত ছিল না। কেননা তাদের মধ্যে একজন ছিল ১২ বছরের শিশু, অন্যজন এলাকায় দুইটি কোচিংয়ে পড়ান এবং অন্যজন হলেন সাধারণ কৃষক। নিরীহ জনগনের ওপর বিজিবির এমন বর্বরতার সুষ্ঠু বিচারের দাবি জানাই।’

লোকপ্রশাসন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী মাহবুব রহমানের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য দেন, প্রগতিশীল ছাত্র জোটের সভাপতি মনির হোসেন, রাবি শিক্ষার্থী ও ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য আতিকুর রহমান, আনিসুর রহমান, ঈসমাইল হোসেন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.