ঠাকুরগাঁওয়ে ৮শ’ কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: সেনা সদস্যদের প্রতিদিনের আহার থেকে কিছুটা সাশ্রয় করে করোনা মহামারীতে কর্মহীন ঠাকুরগাঁওয়ের ৮শ’ গরীব দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন-রংপুর এরিয়া।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড ডিগ্রী কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, ২২২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্বাবধানে অপারেশন কোভিড শিল্ড (পর্ব-২) এর আওতায় দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার উদ্দিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.