ঠাকুরগাঁওয়ে দুর্নীতি করবো না মানবো না সইবোনা”মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি : আজ “দুর্নীতি করবো না, মানবো না, সইবোনা” দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ মে সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি তসলিম উদ্দীন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান, পুলিশ সুপার ফারহাত আহমেদ, দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বেনজীর আহম্মদ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ন সাধারন সম্পাদক দীপক কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.