ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ভুক্তভোগী পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করায় ভুক্তভোগীর পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উত্তর কুড়ালিপাড়া গ্রামে বাদীর বাড়ির পশ্চিম পাশে যাতায়াতের রাস্তা। সেই রাস্তা আসামি পক্ষের লোকজন বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে। ফলে বাদীর পরিবারসহ স্থানীয় কয়েকটি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে বিকল্প পথ হিসেবে তারা ক্ষেতের উপর দিয়ে যাতায়াত করছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি বিকেলে পেয়ারার লোভ দেখিয়ে ওই শিশুকে বাড়িতে ডেকে নেয় প্রতিবেশী ওমর ফারুক (১৭)। এরপর ঘরে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।
এ ঘটনায় ১৮ জানুয়ারি ওমর ফারুককে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। আদালতে ওই শিশু ২২ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বর্ণনাও করেছে।
নির্যাতনের শিকার শিশুটির মা বলেন, ‘মামলার আসামি ফারুক জামিনে কারাগার থেকে বেড়িয়ে আসার পর থেকেই তার পরিবারের লোকজন মামলাটি আপসের জন্য চাপ দিতে থাকে। আপসে রাজি না হলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে একঘরে করে রেখে দিয়েছে।’
স্থানীয় গৃহবধূ শিরিন বলেন, ‘আসামি পক্ষের লোকজন রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে বাদীর পরিবারসহ আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমরা চাই রাস্তা খুলে দেওয়া হোক।’
মামলার বাদী বলেন, ‘বিভিন্নভাবে আসামির লোকজন মামলাটি আপসের জন্য চাপ ও ভয়ভীতি দেখাচ্ছেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেননি। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।’
এদিকে মামলার আসামির মা হোসনে আরা বেগম ও চাচা মো. কাইয়ুম বলেন, ‘আমাদের ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা আমাদের পরিবারের অন্য সদস্যদের নামেও মামলা করতে পারে; এজন্য তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।’
চিলারং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুল হক বলেন, ‘মামলার বাদী আমাকে জানিয়েছে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমরা দেখছি; রাস্তা খুলে না দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বিটিসি নিউজকে বলেন, ‘বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি আদালতের নজরে আনা হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.