ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির সংঘর্ষ, নিহত-২, আহত-১০

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে লরি ড্রাইভারসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের শাহাদাত হোসেন ও ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সানাউল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আসা শ্যামলী নৈশকোচ ও জেলার বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক বিটিসি নিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে থেকে আহত ১০ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.