ট্র্যাকে ফিরতে অনুশীলনে ব্যস্ত সাকিব

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়াই করছে বাংলাদেশ। তবে সেখানে নেই টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব আছেন স্টেডিয়ামের ঠিক পাশেই বিসিবির একাডেমী মাঠে। আয়ারল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়া সাকিব একাডেমী মাঠে একাই অনুশীলন শুরু করেছেন নিজেকে ফিরে পেতে।
আজ বৃহস্পতিবার মিরপুরের ইন্ডোরে বোলিং অনুশীলন করেন সাকিব, সঙ্গে করেছেন ব্যাটিং শ্যাডো। আঙ্গুলের ইনজুরিতে পড়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া সাকিব চোট কাটিয়ে এখন ফেরার লড়াইয়ে ব্যস্ত। আজ প্রথমবার বোলিং অনুশীলনের আগেই গত কদিন কাজ সেরেছেন নিজের ফিটনেস নিয়েও।
আজ সাকিবের বোলিং অনুশীলনে তার সঙ্গে ছিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এখনও ব্যাটিং অনুশীলন শুরু করেননি সাকিব, তবে খালি হাতেই করেছেন ব্যাটিং শ্যাডো। স্কালে একাডেমী মাঠে এসেই জাতীয় দলের ট্রেইনার ইফতেখার ইফতিকে নিয়ে সেরেছেন ফিটনেস ট্রেনিং, করেছেন রানিং। এরপরই সাকিব ইনডোরে গিয়ে ঝালিয়ে নিয়েছেন নিজের বোলিং। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.