BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রেন যাওয়ার সময় টাঙ্গাইলে বিকট শব্দে ফেটে গেল রেললাইন

ট্রেন যাওয়ার সময় টাঙ্গাইলে বিকট শব্দে ফেটে গেল রেললাইন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলায় একটি রেললাইনে ফাটল দেখা গেছে। ট্রেন যাওয়ার সময় বিকট শব্দের পরে সেখানে ফাটল দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রেল কর্তৃপক্ষের ভাষ্য, ঠান্ডার কারণে এই ঘটনা ঘটতে পারে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার সল্লা এলাকার ১১৬ নম্বর ব্রিজের ওপর এ রেললাইনে ফাটল দেখা যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেটি সাময়িক মেরামতের পর ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। তবে পরবর্তীতে অন্য জায়গা থেকে রেললাইনটি মেরামতে আবারও কাজ শুরু করে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হয়। পরে স্থানীয় লোকজন রেললাইনে এসে ফাটল দেখতে পান। এরপর রেলওয়ের লোকজনকে খবর দিলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে সনাতন পদ্ধতিতে সংস্কার করেন।

যমুনা সেতু পূর্বপাড় ইব্রাহীমাবাদের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন বিটিসি নিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে সনাতন পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে অন্য জায়গা থেকে রেল এনে ভাঙা অংশে মেরামতের কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। ধারণা করা হচ্ছে, ঠান্ডার কারণে ভোরের দিকে রেললাইনটি ফেটে যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পাবনায় ৫টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হুমকি-ধামকিতে মাথা নত করবে না ইউরোপ : ট্রাম্পের হুমকির জবাবে মাক্রোঁ মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি ট্রাম্পের, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী আর পিছু হটার সুযোগ নেই, ট্রাম্পের হুঁশিয়ারি রাজশাহী মহানগর শাখার জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প ইউরোপীয় প্রতিনিধিদের পাঠানো মেসেজ ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রেন যাওয়ার সময় টাঙ্গাইলে বিকট শব্দে ফেটে গেল রেললাইন কুমিল্লায় রাতের আঁধারে কাটা হলো শতবর্ষী ৭টি গাছ, এলাকাবাসীর ক্ষোভ