ট্রেন ধরতে প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কি, পদপিষ্ট ১০ যাত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বর্ধমান স্টেশনে ব্যাপক ভিড়ে পদপিষ্ট হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। আহতদের  বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, আজ শুক্রবার (৮ নভেম্বর) বেলা বিকেল সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই সময় ৪ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ পুরুলিয়া লোকাল ট্রেন। আর ৫ নম্বর প্লাটফর্মে চলে আসে ডাউন পূর্বা এক্সপ্রেস।

সে সময় যাত্রীরা ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝের একটি সিঁড়ি চালু থাকায় সব মানুষ সেখানে গিয়ে জড়ো হয়। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে আহত হন বেশ কয়েকজন।

পড়ে গিয়ে পদপিষ্ট হন কমপক্ষে ১০ জন। যাত্রীদের অভিযোগ, একটা মাত্র সরু সিঁড়ি দিয়ে ওঠানামার ফলে প্রায় প্রতিদিনই এরকম হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে। এক্ষেত্রে রেলের উদাসীনতার অভিযোগও তুলেছেন তারা।

তবে যাত্রীদের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন স্টেশন মাস্টার স্বপন অধিকারী। তার দাবি, আকস্মিকভাবেই দুর্ঘটনাটি ঘটেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.