ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, অল্পের জন্য বাঁচলেন চারযাত্রী


নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বাজার রেলগেটে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে অল্পের জন্য চালক ও একই পরিবারের তিন যাত্রী অটোরিকশা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। আজ বৃহম্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তাঁদের তিনটি ছাগল ও কিছু হাঁস-মুরগির মৃত্যু হয়।
নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রিকতা রায় বিটিসি নিউজকে জানান, আজ বৃহম্পতিবার বেলা ১১টার দিকে একই পরিবারের তিন সদস্য একটি অটোরিকশায় করে বড়বাড়ি থেকে সাধনপুরে যাচ্ছিলেন। নলডাঙ্গা বাজার রেলগেট পার হওয়ার সময় অটোরিকশাটি রেলগেটে আটকা পড়ে। এ সময় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলে এলে চালক ও যাত্রীরা অটোরিকশা থেকে লাফ দেন।
এতে তাঁরা প্রাণে বেঁচে যান। তবে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোয় থাকা তাঁদের তিনটি ছাগল ও কিছু হাঁস-মুরগির মৃত্যু হয়। পরে ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে থামে এবং ইঞ্জিনের সামনের অংশে আটকে থাকা অটোরিকশার ধ্বংসাবশেষ বের করে গন্তব্যে চলে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.