ট্রায়াল শুরু হবে ৫০০ জনের উপরে, কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন, অক্সফোর্ড জানালেন

এখনই ভ্যাকসিন হাতে তুলে দেওয়া যাবে না তবে অনেকটাই ইতিমধ্যে সফলতা এসেছে বলে জানাচ্ছেন তাঁরা ৷ ১৮ থেকে ৫৫ বছর বয়সী এমন ৫১০ জনের স্ক্রিনিং চলছে। ইংল্যান্ডের থেমস ভ্যালিতে আগামী কয়েকদিনের মধ্যেই মানুষের উপর ট্রায়াল চলবে এই ভ্যাকসিনের। বিজ্ঞানী সারা গিলবার্ট, অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড, টেরেসা লাম্বে, ডক্টর স্যান্ডি ডগলাস ও অধ্যাপক অ্যাড্রিয়ান হিল, এই গবেষণার নেতৃত্বে রয়েছেন ৷
 “২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারী হওয়ার সময় ভ্যাকসিন তৈরীর দিশা দেখিয়ে ছিল অক্সফোর্ড। এবার আরও বড় চ্যালেঞ্জ আমাদের সামনে।” বলেছেন জেন্নার ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক অ্যাড্রিয়ান হিল ৷ এত আতঙ্কের মধ্যে তবে কি আমরা আশার আলো দেখব এবার  ?
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.