বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ‘কোনো সম্পর্ক নেই’, এমনকি ফোনেও কখনো কথা হয়নি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন!’
সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প ব্রাজিলের ওপর বড় অংকের শুল্ক আরোপ করেছেন। সাম্প্রতিক সময়ে লুলা ও ট্রাম্প প্রায়ই একে অপরের বেশ সমালোচনা করে আসছেন।
লুলা বিবিসিকে বলেন, ‘ট্রাম্পের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হয়েছিলেন, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম না। তার সম্পর্ক বলসোনারোর সঙ্গে, ব্রাজিলের সঙ্গে নয়।’
ব্রাজিলের সঙ্গে মার্কিন বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। লুলা এই শুল্ককে ‘রাজনৈতিক’ বলে বর্ণনা করে বলেছেন, ‘ব্রাজিলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প যে ভুল করছেন, তার জন্য আমেরিকান জনগণকে মূল্য দিতে হবে।’
দুই নেতা কখনো একে অপরের সঙ্গে সরাসরি কথা বলেননি। কেন তিনি ফোন করেননি বা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেননি, জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘আমি কখনো ফোন করার চেষ্টা করিনি কারণ তিনি (ট্রাম্প) কখনো কথা বলতে চাননি।’
ট্রাম্প আগে বলেছিলেন, লুলা তাকে যে কোনো সময় ফোন করতে পারেন। কিন্তু লুলা জোর দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের সদস্যরা ‘কথা বলতে চান না’।
ট্রাম্পের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘সভ্যভাবে যোগাযোগ করেননি। তিনি কেবল তার পোর্টালে – সোশ্যাল মিডিয়ায় (শুল্ক) প্রকাশ করেছেন।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.