ট্রাম্পের শুল্কনীতি সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’: রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অভিযোগ করে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখার জন্য গ্লোবাল সাউথের দেশগুলোর বিরুদ্ধে ‘নব্য উপনিবেশবাদী’ নীতি অনুসরণ করছে।
তবে যেকোনো পরিমাণ শুল্ক এবং নিষেধাজ্ঞা ‘ইতিহাসের স্বাভাবিক গতিপথ’ পরিবর্তন করতে পারবে না। এছাড়া তিনি ট্রাম্পের শুল্কনীতিকে জাতির জাতীয় সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’ এবং ‘তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
বিশ্বের কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা করার কয়েকদিন পরই রাশিয়ার এমন মন্তব্য করলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
মারিয়া জাখারোভা বলেন, আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন পথ বেছে নেওয়া দেশগুলোর ওপর আমেরিকা ‘রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অর্থনৈতিক চাপ’ চাপিয়ে দিচ্ছে এবং ‘সত্যিকারের বহুপাক্ষিক’ এবং সমান বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য এই দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে মস্কোর আগ্রহ প্রকাশ করেছে।
নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধকে আজকের ‘দুঃখজনক বাস্তবতা’ বলে অভিহিত করে জাখারোভা বলেন, ‘উদীয়মান বিশ্ব ব্যবস্থায় আধিপত্য হারানোর’ সঙ্গে যুক্তরাষ্ট্র মানিয়ে নিতে পারে না।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ বর্তমান ঐতিহাসিক সময়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে, যা বিশ্বজুড়ে দেশগুলোকে প্রভাবিত করছে। উদীয়মান বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থায় তার আধিপত্যের ক্ষয় মেনে নিতে না পেরে, ওয়াশিংটন একটি নব্য-ঔপনিবেশিক এজেন্ডা অনুসরণ করে চলেছে, যারা আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন পথ বেছে নেয় তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। ‘
গ্লোবাল সাউথে রাশিয়ার অংশীদারদের বিরুদ্ধে ট্রাম্পের শুল্কনীতিকে জাখারোভা জাতির জাতীয় সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’ এবং ‘তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনও শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞা ইতিহাসের স্বাভাবিক গতিপথ থামাতে পারবে না। আমাদের সমর্থন রয়েছে বিপুল সংখ্যক অংশীদার, সমমনা রাষ্ট্র এবং মিত্রদের দ্বারা, বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে এবং সর্বোপরি ব্রিকসের মধ্যে।
তিনি আরও বলেন,  রাশিয়া সহযোগিতা আরও গভীর করতে এবং ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ প্রতিরোধ করতে প্রস্তুত।
জাখারোভা মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্লকের ব্রিকসের কথা উল্লেখ করেছেন। ২০২৪ সালের সম্প্রসারিত
হয় এবং এতে  মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত যোগ দেয়।  পরে চলতি বছরে ব্লকটিতে ইন্দোনেশিয়া যোগ দেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.