বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:জো বাইডেনের কর্মকর্তারা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছে মস্কো।
শনিবার (২১ ডিসেম্বর) আরটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরলে যেন ইউক্রেন সংঘাত নিয়ে শান্তি প্রতিষ্ঠা না করতে পারেন, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসন সবকিছু করছে।
তিনি বলেন, হোয়াইট হাউস বর্তমানে যে নীতি অনুসরণ করছে তা বেশ ঝুঁকিপূর্ণ, এমনকি আত্ম-ধ্বংসাত্মকও। আমরা তাদের এ বিষয়ে সতর্ক করছি।
নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের কাছে বাইডেনের পরাজয়ের পর রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য কিয়েভকে ওয়াশিংটনের অনুমতি এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধির কথাও উল্লেখ করেন সের্গেই রিয়াবকভ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে বেশ কয়েকটি হামলা হয়েছে। যার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে গতকাল শুক্রবার। কিয়েভের বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের রাইলস্ক শহরে আমেরিকান ‘হিমার্স’ সিস্টেম দিয়ে হামলা চালায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মস্কো এ ধরনের সব হামলার জবাব দেবে এবং যেসব দেশ আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তাদের সামরিক স্থাপনায় অস্ত্র ব্যবহার করা যেতে পারে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.