বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তেহরান জানিয়েছে, তেল আবিব অবৈধ হামলা বন্ধ করলে তাদেরও আর আক্রমণ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কোনো কর্মকর্তা ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে কোনো মন্তব্য করেনি।
মঙ্গলবার (২৪ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি।
সূত্রের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু মঙ্গলবার ভোরে নিরাপত্তা মন্ত্রিসভার একটি বৈঠক ডেকেছিলেন। তিনি মন্ত্রীদের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জনসমক্ষে বিবৃতি দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
এদিকে ইরান জানিয়েছে, ইসরাইল যদি অবৈধ আক্রমণ বন্ধ করে দেয় তাহলে তারা প্রতিশোধ নেয়া বন্ধ করবে।
যদিও মঙ্গলবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
আল জাজিরা বলছে, এক ঘণ্টার মধ্যেই ইরান ইসরাইলজুড়ে অন্তত ছয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত তিনজন নিহত ও অনেক আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সিএনএন বলছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরাইল। হামলার বেশকিছু ছবি যাচাই করে সিএনএন বলছে, তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
এর আগে সোমবার দিবাগত রাতে (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল মার্কিন প্রেসিডেন্ট ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি জানান, ‘এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতকে অবসানের পথে নিয়ে যাবে।’
ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.