ট্রাম্পের কনভয়ের দিকে ছুটে এলেন ‘অর্ধনগ্ন এক নারী, বক্ষে লেখা…!

 

বিটিসি নিউজ ডেস্ক: প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয়ের দিকে ছুটে এলেন অর্ধনগ্ন এক নারী। সেই নারীর বক্ষে লেখা, ‘ভুয়া শান্তির দূত ট্রাম্পের বিরুদ্ধে এমন প্রতিবাদে হতভম্ব নিরাপত্তা রক্ষীরা। যদিও সেই নারী বেশি দূর এগোতে পারেননি। 

জানা গেছে, কনভয়ের সামনে আসার আগেই তাকে গ্রেফতার করা হয়। গতকাল রবিবার প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের সম্মান জানাতে এসে এমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেন ডোনাল্ড ট্রাম্প।

এদিন প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন হয় প্যারিসের চ্যাম্পস এলিসেসে। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য দেশের ৭০ জন প্রতিনিধিও। কিন্তু ট্রাম্পের উদ্দেশে সেখানে বিক্ষোভ দেখান কিছু পরিবর্তনপন্থী সংগঠনের নারীরা। 

 

 

যৌন বিতর্ক, বর্ণ বিদ্বেষ, সমকামিতা ইস্যু নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন তারা। তবে, নগ্ন হয়ে এভাবে ট্রাম্পের গাড়ির সমানে চলে আসবে ঘুণাক্ষরে ভাবতে পারেননি নিরাপত্তা রক্ষীরা।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেনেট দখল করতে পারলেও হাত ছাড়া হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ এবার ডেমোক্র্যাটদের তোয়াক্কা করে মেক্সিকো দেওয়াল তৈরি বা অভিবাসন নীতির মতো কোন বড় সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.