ট্রাম্পের ওপর হামলার পর মুখ খুললেন স্ত্রী মেলানিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে হামলার শিকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া এ ঘটনায় মুখ খুলেছেন।
ওই সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি করা হয়। এতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়।
এ নিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি বিবৃতি শেয়ার করেছেন মেলানিয়া। এতে ট্রাম্পের স্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখা উচিত মতামতের ভিন্নতা, নীতি, রাজনৈতিক খেলা কোনোটিই ভালোবাসার ঊর্ধ্বে নয়।’
তিনি আরও লিখেছেন, ‘ডোনাল্ডকে যখন গুলির আঘাতে পড়ে যেতে দেখছি তখন অনুভূতি হলো, আমার এবং ব্যারনের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।’
মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আমরা সকলেই এমন একটি পৃথিবী চাই যেখানে সম্মান সর্বাগ্রে, পরিবার সবার প্রথমে থাকবে এবং ভালোবাসায় ভরা। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে। যারা এই খারাপ সময়ে আমাদের সমর্থন জানিয়েছেন, রাজনৈতিক গণ্ডি পেরিয়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ।’
এদিকে হামলার ঘটনাকে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন প্রত্যাক্ষদর্শীরা।
তবে গুলিবিদ্ধ হয়েও মঞ্চে রক্তাক্ত অবস্থায় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলে ওঠেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.