ট্যাংকের পর এবার জার্মানির কাছ থেকে যুদ্ধজাহাজ চাইল ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অত্যাধুনিক লেপার্ড ট্যাংকের পর এবার সমুদ্রপথে সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে যুদ্ধজাহাজ চেয়েছে ইউক্রেন। ইউক্রেনের উপ-পররাষ্ট্রমস্ত্রী এন্ড্রি মেলনিক জার্মানির কাছে এ দাবি উত্থাপন করেন। 
তিনি একটি সাবমেরিন এবং জার্মান নৌবাহিনী থেকে অবসরে পাঠানো যুদ্ধজাহাজের জন্য আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অব্যাহত চাপে এ সপ্তাহে ১৪টি ল্যাপার্ড-২ ভারি ট্যাংক দিতে সম্মত হয় জার্মানি।
জার্মানির তৈরি এসব ট্যাংক অন্য কোনো দেশেও যদি ইউক্রেনে পাঠাতে চায়, তাতেও আপত্তি নেই বার্লিনের।
এক মাস আগে জার্মানির নৌবাহিনী থেকে লুবেক ট্রু নামে ৩২ বছর পুরনো যুদ্ধজাহাজ অবসরে পাঠানো হয়।
কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ ও সাবমেরিনের মোকাবিলায় জার্মানির ওই অবসরে পাঠানো যুদ্ধজাহাজটি ইউক্রেন পেতে যাচ্ছে বলে এক টুইটবার্তায় জানান উপপররাষ্ট্রমস্ত্রী এন্ড্রি মেলনিক। (সূত্র: ইয়েনি সাফাক)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.