টোকিও অলিম্পিক প্রথমবার আয়োজিত স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতেছে জাপান

বিটিসি স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিকে নতুন করে চারটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার মধ্যে প্রথমটিতেই স্বর্ণপদক জিতেছে আয়োজক দেশ জাপান। প্রথমবার অলিম্পিকে যুক্ত হওয়া স্কেটবোর্ডিংয়ে সোনা জেতেন জাপানের হরিগোমে ইউতো। নতুন যুক্ত হওয়া বাকি তিনটি খেলা হলো কারাতে, সার্ফিং ও স্পোর্ট ক্লাইম্বিং।
আজ রবিবার (২৫ জুলাই) হওয়া ম্যানস স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে দ্বিতীয় হয়ে রূপা জেতেন ব্রাজিলের কেলভিন হফলার ও যুক্তরাষ্ট্রের জ্যাগার এটন জেতেন ব্রোঞ্জ পদক। ২ রান ও ৫টি ট্রিক শেষে হরিগোমের পয়েন্ট সর্বোচ্চ ৩৭.১৮।
তার নিকট প্রতিদ্বন্দ্বী হফলারের ৩৬.১৫ ও জ্যাগারের পয়েন্ট ৩৫.৩৫। ৮ জনের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল স্কেটবোর্ডিংয়ের ফাইনাল।
সোনা জয়ী ২২ বছর বয়সী হরিগোমে স্কেটবোর্ডিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। এখানে ফিরেই মেডেল জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.