টোকিওতে ট্রেনে ছুরি হামলা: আহত-১৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে ছুরি হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।  এ ঘটনায় ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন,  হ্যালোউইনের রাতে ওই ব্যক্তি ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির জোকারের চরিত্রের একটি  সন্দেহজনক পোশাক পরে ট্রেনে উঠেছিলেন।
এরপর হঠাৎই একজন ৭০ বছর বয়সী যাত্রীর বুকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এর পর এলোপাতাড়ি হামলা চালাতে থাকেন। পরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় জখম ১৭ জনকে।  গ্রেপ্তার করা হয় হামলাকারী ২৪ বছর বয়সী ওই ব্যক্তিকে।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায় ট্রেনের বিশৃঙ্খলার দৃশ্য। দেখা যায় আক্রমণকারীর হাত থেকে বাঁচতে ট্রেনের বগি দিয়ে দৌড়াচ্ছেন যাত্রীরা। ভিডিওতে বিকট শব্দ এবং চিৎকারও শোনা যায়।
আটক ব্যক্তি তদন্তকারী কর্মকর্তাদের বলেছেন যে তিনি মানুষকে হত্যার উদ্দেশ্যেই হামলা করেছিলেন। (সূত্র: সিএনএন)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.