টেকনিক্যাল ক্যাডার চালুর দাবীতে হাবিপ্রবিতে এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের মানববন্ধন

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি:  বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) টেকনিক্যাল ক্যাডার চালুর দাবীতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এ সময় বাংলাদেশ সিভিল সার্ভিসে কৃষি প্রকৌশল টেকনিক্যাল ক্যাডার এবং কৃষি অধিদপ্তরের কৃষি প্রকৌশলীদের জন্য আলাদা উইং চালুসহ মোট ৭ দফা দাবি পেশ করেন তারা।
ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আতিক হাসান শিক্ষার্থীদের হয়ে মানববন্ধনে দাবিগুলো পেশ করেন।
এসময় বক্তারা বলেন, বিসিএসে কৃষি প্রকৌশল ক্যাডার চালুসহ বিভিন্ন দাবি না মানা হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ন্যায় বিসিএসে টেকনিক্যাল ক্যাডার চালু করার জোর দাবি জানান।
উল্লেখ্য: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এই দাবিগুলোর সমর্থনে নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.