টেকনাফে ৬৬ লক্ষ টাকার ২২ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সড়কে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে। আটক নারী রহিমা খাতুন (৫৩) শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত হোছনের স্ত্রী।

এ সময় হেঁটে যাওয়ার সময় ওই নারীকে সন্দেহ হলে থামানো হয়। এরপর তার শরীর তল্লাশি কালে বুকের মধ্যে বিশেষ কায়দায় ফিটিং করা ২২ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। ওই ইয়াবার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ টাকা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বিটিসি নিউজকে জানান, আটক ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.