BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফে সাবেক ইউপি সদস্য আটক, বাড়ি থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সরঞ্জাম উদ্ধার

টেকনাফে সাবেক ইউপি সদস্য আটক, বাড়ি থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ি থেকে মায়ানমারের রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নবী হোসেন বাহিনীর ব্যবহৃত পোশাক, ওয়াকিটকি সহ বিভিন্ন মালপত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা কামালকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিষয়টি বিটিসি নিউজকেনিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল।

এর আগে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এসব মালপত্রসহ মোস্তফা কামালকে আটক করা হয়।

আটক মোস্তফা ওই ইউনিয়নের লুখালী খারাইংগ্যা ঘোনা এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহির আহমেদের ছেলে।

বিজিবি জানায়, শুক্রবার রাতে মোস্তফাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নবী হোসেন বাহিনীর ব্যবহৃত পোশাকসহ সন্দেহজনক আরো কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এর আগে, সম্প্রতি হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ সীমান্ত এলাকায় মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ও কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষে পরাজিত হয়ে নবী হোসেন গ্রুপের সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসে। তারা সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে তাদের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন মালপত্র গোপনে সংরক্ষণ করে রাখে বলে গোয়েন্দা তথ্য পায় বিজিবি।

এই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে মোস্তফা কামালকে আটক করা হয়। উদ্ধার করা মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা