কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়কে একটি মিনিট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক ও অন্যজন ছিলেন যাত্রী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার।
নিহতদের মধ্যে, হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক, টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন। তাদের মধ্যে ফারুক দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক এবং ইমাম হোসেন যাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী একটি মাছ বোঝাই মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি খাদে গিয়ে পড়ে। এতে অটোরিকশা চালক মো. ফারুক ও গাড়িতে থাকা ইমাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #















