টেকনাফে এমপি বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

চট্টগ্রাম ব্যুরো: আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এমপি আব্দুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে টেকনাফ ও হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানান, উখিয়ায় প্রয়াত অ্যাডভোকেট এ কে আহমেদ হোসেনের কুলখানি থেকে ফেরার পথে কাঞ্জরপাড়া এলাকার ব্রিজের ওপর পৌঁছালে দুর্বৃত্তরা এমপির গাড়ি লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। এ সময় গাড়িতে সংসদ সদস্য বদি, টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদুল আলম ও ড্রাইভার ছিলেন। তবে তারা অক্ষত আছেন।

হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুব্রত রায় বিটিসি নিউজকে জানান, এমপি বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস বিটিসি নিউজকে জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি গুলির আঘাত কিনা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেব।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.