BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফে এক জালেই ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ

টেকনাফে এক জালেই ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ

কক্সবাজার প্রতিনিধি: শীতকালীন মৌসুমে কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের মুখে হাসি ফুটেছে। সাগরে একটি টানা জালেই ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ, যা বিক্রি হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকায়।

দীর্ঘদিন পর এমন বড় ধরা পেয়ে আনন্দিত মাঝিমাল্লা ও স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার নৌকা সাগরে যাত্রা করে। বিকেলের দিকে জাল টেনে তীরে ফিরলে বিপুল পরিমাণ ছুরি মাছ ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন টানা জালে ধরা মাছগুলো প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া কিনে নেন। মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। এসব মাছ পরিষ্কার করে শুঁটকিতে রূপান্তর করা হবে এবং পরে চট্টগ্রাম ও ঢাকার বাজারে পাঠানো হবে।

জালের মালিক হাফেজ আহমদ জানান, তিনি দুটি মাদরাসা পরিচালনা করেন এবং নিয়মিত মাদরাসার বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে থাকেন। সম্প্রতি মাদরাসার জন্য গরু কেনার সময় অর্থ সংকটে পড়লেও এই মাছ ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান হয়েছে বলে তিনি জানান। প্রতি বছর এই মৌসুমে তার জালে ভালো মাছ ধরা পড়ে বলেও উল্লেখ করেন তিনি।

মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, প্রায় ২৫ বছর ধরে তিনি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত। শীতকালীন এই সময়ে সাগরে ছুরি মাছসহ নানা প্রজাতির মাছ বেশি পাওয়া যায়। এসব মাছ শুঁটকি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

নৌকার মাঝি মো. ইসলাম বলেন, চলতি মৌসুমে দীর্ঘদিন ধরে মাছ কম পাওয়ায় হতাশা ছিল। শনিবার সকাল ৮টার দিকে সাগরে গিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়ায় মাঝিমাল্লারা সবাই খুবই আনন্দিত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ